Title
BRDB, Tanore, Rajshahi is providing below mentioned services
Details
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়
তানোর, রাজশাহী।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড তানোর, রাজশাহী কর্তৃক নিম্নে উল্লেখিত সেবা সমূহ প্রদান করে থাকেঃ-
- পল্লী বসবাসরত দারিদ্র জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনের লক্ষ্যে শ্রেণী ও পেশাভিত্তিক সংগঠন তৈরীতে সহযোগিতা দান।
- উপকারভোগীসদস্যদের আর্থ-সামাজিকউন্নয়নের লক্ষ্যে উপজেলায় বাসত্মবায়নাধীন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যাবতীয় প্রকল্প/কর্মসূচীবাস্তবায়ন।
- দরিদ্র জনগোষ্ঠীর স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ক্ষুদ্র ক্ষুদ্র জমার মাধ্যমে নিজস্ব পুঁজিগঠনের সুযোগ সৃষ্টি।
- উৎপাদনমুখী ও আয়-বৃদ্ধি মূল ককর্মকান্ড বাস্তবায়নকল্পে ঋণ মঞ্জুরী,ঋণবিতরণ ও আদায়কার্যক্রম পরিচালনা।
- আনুষ্ঠানিক সমিতির সদস্যদের নিবন্ধনের পর পরইএবংঅনানুষ্ঠানিক দল গঠনের ০৮(আট)সপ্তাহ পর সদস্যদের ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণ।
- উপকারভোগী সদস্যদের সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিরজন্য চাহিদা ভিত্তিক প্রশিক্ষণের আয়োজন।
- ইপ্সিত জনগোষ্ঠীর নিরাবচ্ছিন উন্নয়ন নিশ্চিতকল্পে উপজেলায় বিআরডিবি’র সকলকার্যক্রম তদারকি ও পরীবীক্ষণ
- উপকারভোগী সদস্যদের অন্যান্য জাতি গঠনমূলক বিভাগের সেবা প্রাপ্তির লক্ষ্যে আন্ত বিভাগীয় সমন্বয় সাধন।
- সদস্যদের উৎপাদিত শষ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করনের লক্ষ্যে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা।
- কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচযন্ত্র ব্যবস্থাপনাএবংপরিবেশ উন্নয়নকল্পে বৃক্ষরোপণ,স্যানিটেশন সহ নানামূখী সম্প্রসারণ মুলক কার্যক্রম পরিচালনাকরে থাকে।